প্রচ্ছদ > খেলা > ক্রিকেট

প্রতি ছক্কা-উইকেটে গাজার শিশুদের জন্য ১ লাখ রুপি, প্রথম দিনে ১৫ লাখ

article-img

ফিলিস্তিনি শিশুদের সহায়তায় অভিনব এক মানবিক উদ্যোগ নিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতান্স।  এবারের আসরে মুলতানের প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য গাজায় শিশুদের সহায়তায় কাজ করা দাতব্য সংস্থাগুলোর তহবিলে যোগ হবে এক লাখ পাকিস্তানি রুপি।

মুলতান সুলতান্সের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান করাচি কিংসের বিপক্ষে তাদের প্রথম ম্যাচের টসের সময়  মুলতান সুলতানসের পক্ষ থেকে এই ঘোষণা দেন। রিজওয়ান বলেন, ‘আমাদের খেলোয়াড়দের প্রতিটি ছক্কা, চার বা উইকেটের জন্য আমরা ফিলিস্তিন ও গাজার শিশুদের সহায়তায় কিছু করব।’

 

ইসরায়েলের আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের পাশে থাকার কথা জানিয়ে মুলতান সুলতানসের মালিক আলী খান তারিন এক ভিডিও বার্তায় বলেন, ‘এবারের পিএসএলের মাধ্যমে আমরা ফিলিস্তিনকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ব্যাটসম্যানদের প্রতিটি ছক্কায় ফিলিস্তিনের তহবিলে এক লাখ রুপি করে দেওয়া হবে। বোলাররাও এ উদ্যোগে শামিল হতে চেয়েছে। সিদ্ধান্ত হয়েছে, বোলারদের প্রতিটি উইকেটেও এক লাখ রুপি দেওয়া হবে।

এ অর্থটা যাবে বিশেষ করে শিশুদের জন্য।’

 

মুলতান সুলতান্স প্রতিটি ছক্কা ও উইকেটে এক লাখ রুপি অনুদান ঘোষণার পর যে ম্যাচটি খেলেছে, তাতে ব্যাটসম্যানরা ভালো অবদানই রেখেছেন। করাচির বিপক্ষে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২৩৪ রান তোলে মুলতান। দুই শ ছাড়ানো এই ইনিংসে ছক্কা হয়েছে মোট ৮টি, চার ২৩টি।

অবশ্য ম্যাচ জিততে পারেনি মুলতান। করাচি কিংস ৬ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিয়েছে। 

 

ম্যাচের পর মুলতান সুলতানসের এক্স পেজ থেকে জানানো হয়েছে, গাজার ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য ১৫ লাখ পাকিস্তানি রুপির অনুদান সংগৃহীত হয়েছে।